,

কবি,সাহিত্যিক ও নাট্যব্যাক্তিত্ত খ, হামিদুল আজমের ৬৮ তম জন্মবার্ষিকি পালিত

কাইরুল ইসলাম মামুন আলমডাঙ্গ

আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কবি,সাহিত্যিক,নাট্যব্যাক্তিত্য হামিদুল ইসলাম আজমের ৬৮ তম জন্মবার্ষিকি পালিত হয়েছে।গতকাল সাড়ে ১১ টার দিকে আলমডাঙ্গা প্রেসক্লাবে জন্মদিন পালন অনুষ্টানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টার।তিনি বলেন হামিদুল ইসলাম আজম একজন বহুমুখি প্রতিভার নাম,সে একাধারে নাট্যাভিনেতা,কবি,

নাট্যকার,সাহিত্যিক,সাংবাদিক,প্রাবন্ধিক, ফুটবলার,বাচিক শিল্পি, সংগঠক,রাজনৈতিক ব্যাক্তিত্ব সহ বহুমুখি প্রতিভার অধিকারি।প্রধান বক্তা বলেন, দীর্ঘদিন থেকে তাকে দেখছি,সাংবাদিক হিসেবে।সাহিত্য পরিষদ গঠন করার বেশ কিছুদিন পর আজম সাহেব আমাদের সাথে যোগ দেয়,আজ বলতে দ্বিধা নেই হামিদুল আজম সাহিত্য পরিষদে যোগ দেবার পর সাহিত্য পরিষদ গতিশীল হয়েছে।আমি তার সার্বিক মঙ্গল কামনা করছি,তিনি আরো বলেন আজম ভাই এই জনপদের একজন সুপরিচিত মানুষ,বহুগুনের অধিকারি।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,প্রেসক্লাবের সহ-সভাপতি মৌলভী আবুল কাশেম,রুনু খন্দকার,আলমডাঙ্গা নাগরিক নাট্যাঙ্গনের সম্পাদক ডাঃ অমল কুমার,কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা,প্রধান শিক্ষক কবি আশরাফ জাহান আবেদ,সরকারি কলেজের প্রভাসক জিয়াউর রহমান,টুটুল,প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক কাইরুল মামুন,সহ-সাংগাঠনিক সম্পাদক বসিরুল আলম,সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস,প্রচার সম্পাদক জাফর জুয়েল,আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল।আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি,জামসিদুল হক মুনি,গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি জামিরুল ইসলাম খান, সাধারন সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার,কবি আব্দুল খালেক,কবি ও প্রকাশসক কিশোর কারুনিক,ব্যাংক এশিয়ার  শাহাবুল ইসলাম,সাংবাদিক হাসিবুল ইসলাম,সাংবাদিক হাসিবুল চিসতি,কবি হাসিনা হারভীয়া প্রমুখ।

কবি হামিদুল ইসলাম আজম তার অনুভুতি ব্যাক্ত করতে গিয়ে জানান,আমি ছোট বয়স থেকে সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ি।বিশেষ করে নাটকের প্রতি আমার বরাবরই ঝোক ছিল।নাটক লেখা,মঞ্চ করা,রেডিও নাটক করা,টেলিভিশনে নাটক করার শখ ছিল,সবই একে একে করেছি,কিন্ত বয়সটা ততোদিনে অনেকদুর গড়িয়ে গেছে,ফুটবল খেলোয়াড় হিসেবে চাকরি করেছি,মাত্র ১৪বছর ৭মাস বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে চলে গেছি।আজ বয়স বেড়েছে,কিন্ত মনের জোরে এখনও সব কাজ করে বেড়াচ্ছি।আরো বক্তব্য কবি জোয়াদ আলী মন্ডল,মাহমুদুর রহমান টুকলু,মজিবুর রহমান আচ্চু, কবি অহর আলী,প্রমুখ।সভায় কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয়,পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category