,

বাজারে  রমরমিয়ে বিক্রি  হচ্ছে  পিরানহো মাছ

ইন্দ্রজিৎ সাহা কালিয়াকৈর গাজীপুর

গাজীপুর জেলার কালিয়াকৈরে বাজারে  রমরমিয়ে বিক্রি  হচ্ছে  পিরানহো মাছ।
সরেজমিনে  কালিয়াকৈর  বাসস্ট্যান্ড সংলগ্ন নতুন বাজারে গিয়ে দেখা যায় হরেক প্রজাতির মাছের সাথে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহো মাছ।
এ বিষয়ে মাছ বিক্রেতার কাছে জানতে চাইলে মাছ বিক্রেতা জানান, জানায় একলোক এসে দিয়ে যায় এ মাছ।
লোকজনের কাছে রুপচাঁদা  বলে বিক্রি  করা হয় এই রাক্ষুসে মাছ। মানবদেহের জন্য  ক্ষতিকর হওয়ায় বাংলাদেশ  সরকার  নিষিদ্ধ করে এই মাছ।  এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা   মৎস কর্মকর্তার কাছে জানতে চাইলে, তিনি জানান যে, কিছু  অসাধু মাছ বিক্রেতা গোপনে এগুলো করতেছে, শীঘ্রই  তারা পিরানহো মাছ বিক্রি  বন্ধে  একটি পদক্ষেপ  নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category