আমরা রাষ্ট্র ও জনগণের সেবক; আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের দুর্গোৎসব-২০২৪ পুনর্মিলনীতে বলনে
সাভারের ইউএনও
ইউসু আলী খান নিজস্ব প্রতিনিধি
আমি এবং আমার এসিল্যান্ড সবাই শতভাগ দুর্নীতিমুক্ত। আমরা রাষ্ট্র ও জনগণের সেবক। রাষ্ট্রকে সামনে এগিয়ে নিতে চাই আমাদের কর্ম ও সেবার মাধ্যমে। বাংলাদেশ পূজা উদযাপন কমিটির আশুলিয়া শাখার উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গা পূজা উৎসব পূর্ণমিলনী ২০২৪ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু বকর সরকার।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতের ঢাকা শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ার বাইপাইল এলাহি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি আশুলিয়া শাখার উদ্যোগে সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজার পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বকর সরকার বলেন, সংখ্যালঘু বলে কোন শব্দ নেই। কারন আমরা সবাই মানুষ, আমাদের সকলের রক্তের রং লাল। তাই মানুষের মানুষে কোন ভেদাভেদ থাকবে না। তাই যেকোনো ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান যাতে সুন্দর সুশৃংখল ভাবে পালন করতে পারে সেজন্য সাভার উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সহযোগিতা করে থাকে।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটির আশুলিয়া শাখার সভাপতি বাবু আশীষ চন্দ্র নাগ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু শম্ভু চন্দ্র সরকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির ঢাকা জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক বাবু বরুণ ভৌমিক নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাভার সার্কল এর সহকারী ভূমি কর্মকর্তা এস এম রাসেল ইসলাম নূর, আশুলিয়া সার্কেলের সহকারী ভূমি কর্মকর্তা শাহ মো: জুবায়ের, আমিনবাজার সার্কেলের আমি কর্মকর্তা মো: বাসিত সাত্তার সহ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন আশুলিয়া থানা পূজা উদযাপন কমিটির নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন এর পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক নেতাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সুন্দর সুশৃংখল ভাবে পূজা উৎসব পালনের জন্য বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বকর সরকার । পরে এক মনগ্রজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply