মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁও থেকে ৬৭ পিছ গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল ৪ ঘটিকায় ইউনিয়নের ভোমরিয়া ঘোনার সাতরারা ঘোনা এলাকায় সড়কে নদীর পাশ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান জানান, গোলাম বারুদগুলো গত ৫ আগষ্ট থানা থেকে লুট হওয়া গোলা-বারুদ হতে পারে। মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জেলা পুলিশ সুপার রহমত উল্লার নির্দেশনা পেলে মামলা দায়ের করা হবে। অভিযানে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে ঈদগাঁও ইউনিয়ন পরিষদ মেম্বার আব্দুল হাকিম এ সময় উপস্থিত ছিলেন।
থানার অফিসার ইনচার্জ আরো বলেন, জনগণের সহযোগিতা পেলে অপরাধীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে।
সাধারণ জনমানুষ বলেন, ঈদগড় সড়কে অতীতে সংঘটিত ছিনতাই ও ডাকাতি কাজে এসব গোলা-বারুদ ব্যবহৃত হয়ে থাকতে পারে। মেম্বার আব্দুল হাকিম বলেন, অপরাধীদেরকে গ্রেফতার করতে চাইলে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
Leave a Reply