,

ঈদগাঁওতে খালের পানিতে ডুবে ১ জনের মৃত্যু

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁওতে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন মো. হেলাল উদ্দীন। নিহত যুবক ইউনিয়নের ভূতিয়ার পাড়ার গুরা মিয়ার ছেলে।
সোমবার সন্ধ্যায় তার মরদেহ খাল থেকে উদ্ধার করেন স্থানীয়রা।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতোই সোমবার দুপুরে হেলাল মাছ ধরতে যান কালিরছড়া পেচার জুমের পাহাড়ি খালে। সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে এলাকার লোকজন খালে একটি অনড় বস্তুতে আঘাত পায়। পরে কয়েকজন ডুব দিয়ে খাল থেকে তার মরদেহ উদ্ধার করেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মছিউর রহমান জানান, ঘটনাটি অবহিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category