,

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সভা

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর বার্ষিক সাধারণ সভা আজ শুক্রবার ১ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে শ্রম অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের সহকারি পরিচালক আব্দুস সাব্বির ভূঁইয়া ও সহকারী পরিচালক মোঃ রেজওয়ান উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি জিএএম আশেক উল্লাহর সভাপতিত্বে এতে শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মহাজাগরণকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতাও কামনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী সরকারকে হটিয়ে গত পাঁচ আগস্ট আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এ স্বাধীনতাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, সাংবাদিকদের লিখনী একসময় বন্ধ হয়ে গিয়েছিল। কথা বলার সুযোগ ছিল না। ফ্যাসিবাদ আমলে সব দিকে যেন দম বন্ধ হওয়ার মতো পরিবেশ ছিল। আজ আমরা সে অবস্থা থেকে উত্তরণ লাভ করেছি। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কলম সৈনিক হিসেবে আমাদের কাজই হচ্ছে লিখে যাওয়া। মুক্ত সাংবাদিকতার জন্য আমাদেরকে কাজ করতে হবে। গণতন্ত্র লড়াইয়ের এ যাত্রা অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সদস্য সহ স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাদে জুমা সাধারণ সম্পাদক মোস্তফা সরওয়ারের প্রতিবেদন উপস্থাপনের পর তা নিয়ে আলোচনা চলে।
সবাই কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, প্রবীণ সাংবাদিক কামাল হোসেন আজাদ, আতাহার ইকবাল, মুহম্মদ নুরুল ইসলাম, এস এম আমিনুল হক চৌধুরী, নুরুল ইসলাম হেলালী, রুহুল কাদের বাবুল, হাসানুর রশিদ, এস এম জাফর, আনসার হোসেন, আবু সিদ্দিক ওসমানী, মোহাম্মদ হাশিম, হুমায়ুন শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category