,

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা

ইউসুফ আলী খান নিজস্ব প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগ তুলে ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলার আবেদনের ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাভার, ধামরাই ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ধামরাই প্রেসক্লাবের উদ্যোগে ধামরাই থানা রোড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল ও সাংবাদিক রাজন আহমেদ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এসময় বক্তারা আরও বলেন, গত ৫ আগস্টে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর মনে করেছিলাম সাংবাদিকরা স্বাধীন নিরপেক্ষ ভাবে কাজ করে দেশের দুর্নীতি তুলে ধরবে। কিন্তু এখনও সংবাদকর্মীরা স্বাধীন নিরপেক্ষ ভাবে কাজ করতে পারছে না। তাদেরকে কে বিভিন্ন ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা, হামলার স্বীকার হতে হচ্ছে।

এসময় অবিলম্বে এ মামলা থেকে ২ সাংবাদিকের নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে জানান সাংবাদিক নেতারা।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর ঢাকা জুডিশিয়াল (ধামরাই) আদালতে ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদসহ ৯০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। এতে ৩৭ নম্বর আসামি করা হয়েছে সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল ও ৮৪ নম্বর আসামি করা হয়েছে সাংবাদিক রাজন আহমেদকে। মামলার তথ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভ ও প্রতিবাদ জানান স্থানীয় সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category