,

হত্যা মামলার অন্যতম আসামী কুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান (৫৪) গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

ঢাকা জেলার ধামরাই থানাধীন ধামরাই পৌরসভা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হত্যা মামলার অন্যতম আসামী কুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান (৫৪) ও কুল্লা ইউপি’র সাবেক আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ২২ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখ রাত ১৯.০৫ সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হত্যা মামলার আসামী কুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান (৫৪), জেলা-ঢাকা এবং কুল্লা ইউপি সাবেক আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান (৪৫), জেলা- ঢাকা দ্বয়’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গত ০৫ আগস্ট ২০২৪ তারিখে ধৃত আসামী কুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান এবং কুল্লা ইউপির সাবেক আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান এর নেতৃত্বে নিরীহ ছাত্র-জনতার উপর প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। উক্ত ঘটনায় ধামরাই পৌরসভা এলাকায় বেশ কয়েকজন ছাত্র-জনতার মৃত্যু হয়। পরবর্তীতে নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যা মামলা দায়ের পর হতে আসামীরা ঢাকাসহ সাভারের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে। উল্লেখ্য যে, দলীয় প্রভাব বিস্তার করে সস্ত্রাসী, চাঁদাবাজী ও ভূমি দখল সহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামিরা বিগত ১৫ বছর যাবৎ সাবেক আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং ধৃত আসামি লুৎফর রহমান কুল্লা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। অপর আসামি হাফিজুর রহমান কুল্লা ইউপি’র সাবেক আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় প্রভাব বিস্তার করে আন্দোলন প্রতিহত করার চেষ্টা করে বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category