,

আশুলিয়া জিরাবো হতে প্রায় ১০ লক্ষ টাকার ৩২ কেজি গাঁজাসহ ০২ কারবারি গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

র‍্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় ২০ অক্টোবর ২০২৪ তারিখ রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যমানের ৩২ কেজি গাঁজা ও মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপসহ নিন্মোক্ত ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মোঃ সাদ্দাম (৩৫), সাং-কাঠুয়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।মোঃ শমসের আলী (৩১), সাং-কাঠুয়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category