কামাল উদ্দিন জয় উখিয়া
”কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ “ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বি এম জেড জার্মানীর আর্থিক সহযোগিতায়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন- ইপসা ”ইয়ুথ এজেন্ট অব চেইঞ্জ“ প্রকল্পের উদ্যোগে টেকনাফের সাবরাং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড়ে প্রকল্পের সুবিধাভোগী কিশোর-কিশোরী, যুব নারী ও পুরুষদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, র্যালী এবং আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৪ উদযাপন করা হয় ।উক্ত আলোচনা সভায় কিশোর-কিশোরীরা এবং যুব নারী ও পুরুষেরা প্রকল্পের সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে কিভাবে নিজেদের মধ্যে পরিবর্তন আনছে এবং প্রকল্প থেকে আর্থিক সহযোগিতা পেয়ে নিজেরা কিভাবে স্বাবলম্বি হয়েছে তা তুলে ধরেন। আলোচনা সভায় অতিথিরা মেয়েদের অধিকার নিয়ে আলোচনা করেন এবং কিভাবে তারা নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হবে এই বিষয়ের্ উপর জোর দেন ।বিশেষ করে যুব নারীরা যেন নির্ভয়ে কথা বলতে পারে এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির ক্ষেত্রে পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবাইকে কন্যাশিশুদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার তথ্য অফিসার জনাবা তছলিমা খাতুন । তিনি বলেন মেয়েদের পড়ালেখার বিষয়ে আমাদের এগিয়ে আসতে হবে, বিশেষ করে মা-বাবাদের সচেতন হতে হবে। মেয়েরা উচ্চ শিক্ষা গ্রহনের মাধ্যমে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে।বাল্যবিবাহ বন্ধে আমাদের সোচ্চার হতে হবে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন প্রোটেকশন স্পেশালিষ্ট জনাবা সাফিয়া খানম ফারিহা লাইভলিহোড স্পেশালিষ্ট জনাব বদরোজ্জমান রানা । এতে আরো উপস্থিত ছিলেন সাবরাং ইউনিয়ন পরিষদের ১,২,৩ ও ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার জনাবা শাহিনা আক্তার এবং হাবিবা আক্তার ।ইপসা থেকে উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার জনাব নোবেল বড়ুয়া টেকনিক্যাল অফিসার জনাব মুঈন উদ্দীন। অনুষ্ঠানের শেষে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply