মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার
সম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সেনাবাহিনী বদ্ধপরিকর। পূজা মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত।
ঈদগাঁওতে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনকালে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ব্রিগেডের সিইও লেফটেন্যান্ট কর্নেল তাহসিন এসব কথা বলেন।
সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গা পূঁজা উৎসব উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা শুরু হয়েছে। ইতিমধ্যে ঈদগাঁওর উপজেলার প্রতিটি পূজা মন্ডপে সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ ৭ সেপ্টেম্বর সোমবার ২৪ ব্রিগেডের সিইউ লেফটেন্যান্ট কর্নেল তাহসিন ও মেজর মির্জা মোহাম্মদ আরাফাত প্রতিটি পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা সিনিয়র সাংবাদিক বি আর হাশেমী বদরু, সিনিয়র সাংবাদিক নাছির উদ্দীন আল নোমান, ঈদগাঁও ৮নং ওয়ার্ডের এমইউপি বাবু পাল ভেক্কা, জামায়াত নেতা ওমর ফারুক পারভেজ প্রমূখ।
Leave a Reply