,

জাতীয় সাংবাদিক সংস্থা,চকরিয়া শাখার কমিটি গঠন ও শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

কামাল উদ্দিন জয় কক্সবাজার

জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও সাংবাদিক সংস্থার নতুন কমিটি গঠনের মধ্যদিয়ে সংগঠন কে আরো গতি শীল করে নির্যাতিত সাংবাদিকদের পক্ষে কাজ করতে হবে। আগামী ২৮ ডিসেম্বর ঢাকা জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ঘোষিত মহা সম্মেলন সফল করতে হবে। ১৩’অক্টোবর কক্সবাজার জেলা সমাবেশ কে বিশাল সমাবেশে পরিনত করতে করতে বুধবার (২ অক্টোবর) চকরিয়া পৌর শহরের ভি আইপি রেষ্টুরেন্টে হোটেল গ্রিনচিলির কনভেনশন হল রুমে বিকাল ৪ ঘটিকার সময় এক সমাবেশ অনুষ্টিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা কমিটির সভাপতি জামাল হোছাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি নুরুল আমিন হেলালী।প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি। উক্ত সভায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) ইয়াসিন আরাফাত, বিশেষ অতিথি হিসেবে লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার ও চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ। স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া কমিটির সভাপতি জামাল হোছাইন। চকরিয়া উপজেলা কমিটির অর্থ সম্পাদক এইচ এম রুহুল কাদেরের সার্বিক সহযোগিতায়, সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থা চকরিয়া উপজেলা কমিটি সহ- সভাপতি শাহ মোহাম্মদ জাহেদ, কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চকরিয়া প্রতিনিধি ইব্রাহিম ফারুক ছিদ্দিকী, প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহরিয়ার মাহমুদ, ইকরামুল হক, মনিরুল আমিন, আরফাতুল ইসলাম, আরফান চৌধুরী, শফিউল করিম সবুজ, রিদুয়ানুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোবারক হোসেন জিহান,সাঈদ হাসান, শিশু সংগঠক আবু নাঈমসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category