মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।
ঈদগাঁও থেকে ৩০৭০ পিচ ইয়াবা ও নগদ সাত হাজার টাকা সহ এক মাদক কারবারি আটক হয়েছে। র্যাব ১৫, ব্যাটালিয়ান সদর দপ্তরের একটি দল গতকাল সন্ধ্যায় এ অভিযান চালায়। চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ি এলাকায় অভিযানটি পরিচালিত হয়। আটক আলা উদ্দিন জেলার পেকুয়া উপজেলার টৈইটন ইউনিয়নের সোনাইছড়ি চকিদার পাড়ার আবুল বশরের পুত্র।
র্যাবের অধিনায়কের বরাত দিয়ে সংস্থার অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক ( ল’ এন্ড মিডিয়া) মোঃ আবুল কালাম চৌধুরী জানান, আটক ব্যক্তি সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মাধ্যম হতে পাইকারি দরে ইয়াবা ক্রয় করে পেকুয়াসহ জেলার বিভিন্ন স্থানে খুচরা মূল্যে বিক্রয় করত। তার বিরুদ্ধে ঈদগাঁও থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Leave a Reply