হাবিব ক্লিনিক এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জিন্নার উপস্থিতিতে ধামসোনা ইউনিয়ন পূজা কমিটির সাথে আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ ১৪ সেপ্টেম্বর শনিবার বেলা ৪টার সময়
হাবিব ক্লিনিক এর ৫তলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, আশুলিয়া থানা কমিটির উদ্যোগে ও হাবিব ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জিন্নার সার্বিক তত্ত্বাবধানে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ ইং উপলক্ষে ধামসোনা ইউনিয়নের সকল মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এক মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিনয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিব ক্লিনিকের স্বত্বাধিকারী, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, মোহাম্মদ আলী জিন্না। এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের,সাধারণ সম্পাদক,শম্ভু চন্দ্র সরকার।
প্রধান অতিথি মোহাম্মদ আলী জিন্নাত তার বক্তব্যে বলেন, ধামসোনা ইউনিয়নের সকল পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আমাদের জোরালো অংশগ্রহণ থাকবে ৷ প্রতিটি মণ্ডপে যাতে নিরাপদে এবং নির্বিঘ্নে পূজা অনুষ্ঠান করতে পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি থাকবে। তিনি প্রতিটি মন্দিরে আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিয়ে এবং আসন্ন ধামসোনা ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে সকলের নিকট দোয়া প্রার্থনা করে তার বক্তব্য শেষ করেন। এ সময় বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ তাদের পূজা মন্ডপ ও এলাকার সার্বিক বিষয় তুলে ধরে মতামত ব্যক্ত করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, তরুণী হালদার,সাংগঠনিক সম্পাদক, প্রদীপ কুমার রায়, সাভার উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি, প্রেম লাল মণ্ডল, ধামসোনা ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি, লক্ষণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক, মানিক চন্দ্র মন্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি, আশীষ চন্দ্র নাগ।
Leave a Reply