,

সাভারে অধিকাংশ পোশাক কারখানা চালু হওয়ায় শান্ত শিল্পাঞ্চল

নিজেস্ব প্রতিবেদক

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় টানা শ্রমিক অসন্তোষের পর আজ অনেকটাই শান্ত পরিবেশ বিরাজ করছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বন্ধ ২১৯ পোশাক কারখানার মধ্যে বেশিরভাগ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। কোথাও কোন সহিংসতা বা বিক্ষোভের সংবাদ পাওয়া যায়নি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এসব তথ্য জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।

শিল্প পুলিশ ও বিজিএমইএ সুত্রে জানা যায়, শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করা ৮৬ কারখানার মধ্যে আজ ৫০টি কারখানা খুলে দেয়া হয়েছে। আর সাধারণ ছুটি দেয়া ১৩৩ কারখানার মধ্যে ফের উৎপাদন শুরু করেছে শতাধিক কারখানা। এখনও সাধারণ ছুটি চলছে ১৩টিতে। এসব কারখানাগুলোতেও দ্রুত উৎপাদন শুরু হবে। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অব্যাহত আছে যৌথবাহিনীর টহল।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানাতেই উৎপাদন শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো সড়ক অবরোধ কিংবা কারখানায় হামলা-ভাংচুরের ঘটনা ঘটেনি। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category