,

সুবর্ণচরে দ্বিতীয় বারেরমত বন্যার্তদের মাঝে সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়া’র খাদ্য বিতরণ

নোয়াখালী প্রতিনিধিঃ

চলমান দেশে আকস্মিক বন্যায় সুবর্ণচর উপজেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে দ্বিতীয় বারেরমত খাদ্য সামগ্রী বিতরণ করেছে সহায়ক ফাউন্ডেশন, কুষ্টিয়া।

৯ সেপ্টেম্বর (সোমবার)সুবর্ণচরের স্খানীয় সাংবাদিক ইমাম উদ্দিন সুমনসহ ৩ সদস্যের একটি টিম গঠন করে চরজুবলী ইউনিয়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মূল পৃষ্টপোষক হিসেবে ছিলেন সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়া’র প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী সান্ত এবং পুলিশ কর্মকর্তা জিয়াউল হক তরিক খন্দকার।

সহায়ক ফাউন্ডেশন, কুষ্টিয়া দীর্ঘ বছর ধরেই প্রাকৃতিক দূর্যোগ, ক্যান্সারে আক্রান্ত রোগীর চিকিৎসা, বেকারত্ব দূরীকরণ, মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষার ব্যায়ভার গ্রহণ, অসহায়, হতদরিদ্র মানুষের খাদ্য, সহ নানামুখি সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন, তারই ধারাবাহিগতায় ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লাসহ দেশের প্রতিটি জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।

প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, পেঁয়াজ, আলু,তৈল, লবণসহ শুকনো খাবার উপহার স্বরুপ প্রদান করা হয়।

সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়া’ র এমন উদ্যোগকে স্বাগত জানান সুবর্ণচর উপজেলার জনসাধারণ।

সহায়ক ফাউন্ডেশন কুষ্টিয়া’র প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী সান্ত বলেন, মানু্ষ মানুষের জন্য, এমন দূর্যোগপূর্ণ মুহুর্তে অসহায় মানুষের পাশে থাকাটা প্রতিটি বিত্তশালী মানুষের নৈতিক দ্বায়িত্ব, তিনি দেশের প্রতিটি সামাজিক সংগঠন, অর্থশালী মানু্ষদেরকে দূর্যোগ মোকাবেলা করার অনুরোধ জানান।

এতিপূর্বে বন্যার শুরু থেকেই নোয়াখালীর বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করে সহায়ক ফাউন্ডেশন, কুষ্টিয়া। তালিকায় বাদ পড়ে যাওয়া বাকি ক্ষতিগ্রস্তদের মাঝে পূনরায় খাদ্য সমাগ্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category