পূর্ণি ঘোষাল
ঢাকার সাভারে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. আবুবকর সরকার। সদ্য সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে। গত রবিবার (৫ সেপ্টেম্বর) সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
নবনিযুক্ত সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সরকার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের একজন কর্মকর্তা।
Leave a Reply