,

আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত কৃতিত্বের সনদ গ্রহণ

কামাল উদ্দিন, উপজেলা প্রতিনিধি উখিয়া।

কক্সবাজার সদর উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে সম্মাননা স্মারক ও ক্রেস গ্রহন করেন ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত।

বুধবার (৪রা সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। সভাপতিত্ব করেন সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইসলাম।

উক্ত অনুষ্ঠানে ত্রিপর্ণা তালুকদার ও তার দল ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ জারিগানে দলভিত্তিক প্রতিযোগিতায় অংশ গ্রহন করে শ্রেষ্ঠ স্থান অধিকার করে বিদ্যালয়ের সম্মান রক্ষা করায় প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত এর হাতে ক্রেস ও কৃতিত্বের সনদ তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা ছাত্র,ছাত্রী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category