,

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়িতে, ঝাউগাছে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

শাকুর মাহমুদ চৌধুরী, কক্সবাজার থেকেঃ

কক্সবাজারের রামু থানাধীন হিমছড়ি এলাকায় ঝাউগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. রফিক (৩৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে মেরিন ড্রাইভের দরিয়া নগর এলাকায় স্থানীয়রা ঝুলন্ত লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে, হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক মোহাম্মদ হিমেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিআইডির বিশেষ ক্রাইম টিমকে খবর দেন। সিআইডি টিম লাশের প্রাথমিক তদন্ত শেষে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রাথমিকভাবে উদ্ধারকৃত জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, মৃত যুবকের নাম মো. রফিক, পিতার নাম আমির হামজা এবং মাতার নাম নুর বাহার। তাঁর ঠিকানা কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর আব্বাস কন্ট্রাক্টর বাড়ি। তবে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম মঈন উদ্দিন জানিয়েছেন, মৃত যুবক খোয়াজনগরের স্থানীয় কেউ নন। চাকরির সূত্রে কর্ণফুলীতে থাকাকালীন সময় তাঁর পরিচয়পত্রে এ ঠিকানা ব্যবহার করেছিলেন।

পরবর্তীতে, আইটি প্রযুক্তির সহায়তায় সিআইডি জানতে পারে যে যুবকের স্থায়ী ঠিকানা মহেশখালী উপজেলার ছোট মহেশখালী আহমদিয়া কাটা গ্রামের শহিদুল্লাহর বাড়ি। মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত লাশের পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেলেও কোনো মোবাইল ফোন পাওয়া যায়নি, তবে একটি মোবাইল নম্বর পাওয়া গেছে যা বর্তমানে বন্ধ রয়েছে। লাশের পরনে ছিল পুল প্যান্ট ও শার্ট এবং পায়ে ছিল সু। কেউ যদি মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেন, তাহলে রামু থানায় যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category