,

বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত

নিজেস্ব প্রতিবেদক

ঢাকা, রবিবার, ১৮ আগস্ট, ২০২৪: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ৮ম জাতীয় কাউন্সিলে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ১৮ আগস্ট রবিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ ঘোষণা করেন। নতুন কমিটির মনোনয়ন ফরম আগামী ২০ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিতরণ ও সংগ্রহ করা হবে। সরাসরি বা অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।
সভায় প্রধান আলোচক ও সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক নুরুন্নাহার সীমা। সভায় বক্তব্য রাখেন বিএমএসএফ’র সহ-সাংঠনিক সম্পাদক মো:আব্দুল বাতেন বাচ্চু,উপ-দপ্তর সম্পাদক মিরাজ মোস্তাফিজ ,শিক্ষা বিষয়ক সম্পাদক নূরুল হুদা বাবু, কৃষি বিষয়ক সম্পাদক শফিউল আলম, কার্যনির্বাহী সদস্য মো: ইউসুফ আলী খান,কার্যনির্বাহী সদস্য মো: আব্দুল্লাহ আল মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভার শুরুতে সভাপতি মহোদয়ের নির্দেশে সাংগঠনিক সম্পাদক মো:আব্দুল বাতেন বাচ্চু সংগঠনের বিগত একবছরের কার্যক্রমের বিবরণী তুলে ধরেন। সভায় সংগঠনের বিগত কার্যক্রম পর্যালোচনাপূর্বক সফলতা ও ব্যর্থতার নিরিখে ভবিষ্যৎ পরিকল্পনা ও রুপরেখার বিভিন্ন প্রস্তাবনা উত্থাপিত হয়।

সংগঠনের সভাপতি সকল প্রস্তাব আমলে নিয়ে সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট প্রস্তাবনাগুলি ভবিষ্যৎ রুপরেখা প্রনয়ণের পাশাপাশি কেন্দ্রীয় কমিটির মেয়াদোত্তীর্ণের কথা উল্লেখ্য করে আগামীতে নতুন পুরাতনের সমন্বয়ে পেশাদার সাংবাদিকদের নিয়ে নবম জাতীয় নির্বাহী কমিটি গঠনের লক্ষে সভায় সর্ব সম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে বিএমএসএফ সারাদেশের সাংবাদিকদের মাাঝে ঐক্য, স্বার্থ, অধিকার, মর্যাদা রক্ষাসহ ১৪ দফা দাবি আদায় এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category