,

চাটখিলে ছাত্র-জনতা সহ সকল হত্যার বিচারের দাবীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

বৈষম্য বিরোধী ছাত্র-জনতা সহ সকল হত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা ও পৌরসভার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা, কর্মী ও সমর্থক খন্ড খন্ড মিছিল নিয়ে চাটখিল আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেট্রোল পাম্পে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর এর সভাপতিত্বে ও পৌরসভা যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর।

আরো বক্তব্য রাখেন পৌরসভা যুবদলের সদস্য সচিব গিয়াসউদ্দীন সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু, ফখরুদ্দিন ফিরোজ, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, সোলেমান রায়হান, যুবদল নেতা তারেক আজিজ শিপন।

বক্তারা বলেন বিডিআর বিদ্রোহের নামে বিডিআর ও সেনা অফিসারদের হত্যাকান্ড, হেফাজতের আলেমদের ওপর গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যা সহ বিগত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লড়াইরত ইলিয়াস আলীসহ বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতনের বিচার দাবী করেন।

এছাড়া, ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে শত শত প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব অভিযোগে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করা হয়। অবিলম্বে শেখ হাসিনা সহ এসব হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দেশে এনে বিচারিক আদালতের মাধ্যমে ফাঁসির দাবি জানান।

বার্তা প্রেরক
০১৮১৯৬৮৬২৩৩, ১৪/০৮/২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category