ধামরাই উপজেলার সুয়াপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে প্রতিষ্ঠানের সকল শিক্ষকসহ শিক্ষার্থীদের বিক্ষোভ ও মিছিল করে তার অনিয়মের বিচার দাবী করে।
১৪ ই আগষ্ট প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা মন্ডলী অধ্যক্ষ আনোয়ারুল তালুকদারের বিরুদ্ধে বিগত দিনের কার্যক্রমের অনিয়ম ও সেচ্ছাচারিতার বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে বিভিন্ন শ্লোগান দিতে থাকে এবং দ্রুত তার পদত্যাগ দাবি করেন।
এই বিষয়ে বিক্ষোভকারি শিক্ষকদের সম্বনয়কের পক্ষে সিনিয়র শিক্ষক মোঃ সাইফুল ইসলাম খান বলেন, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম একক ক্ষমতা ও অসৌজন্যমুলক আচরন এটি শুধু শিক্ষকদের সহিত নয়, বিভিন্ন অভিভাবক ও এলাকাবাসি কোন বিষয়ে কথা বলতে চাইলে কোন ভাল আচরন না করে তুচ্ছতাচ্ছিল্যভাবে কথা বলতেন। শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করা ছিল তার প্রতিদিনের নিয়মিত অভ্যাস। প্রতিষ্ঠানের হিসাব সংক্ষান্ত বিষয়ে কেও কথা বলার সাহস পেত না। আমরা জানি হিসাব সংক্রান্ত অনেক অনিয়মের সহিত জড়িত ছিল, নিরাপয় হয়ে চলতে হত।
প্রতিষ্ঠানের অপর একজন শিক্ষিকার সহিত জানতে চাইলে বলেন,আমাদের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ অল্প কথায় শেষ করা যাবে না। তার দাম্ভিকতার কারনে কেও কোন কথা বলতে সাহস পেতাম না।বিভিন্ন বিষয়ে প্রয়োজন হলে তার অসৌজন্যমুলক আচরনের ভয়ে বলতে পারতাম না,তার পক্ষের কিছু শিক্ষক ছাড়া কোন বিপদেও ছাড় দিত না। তাছাড়া প্রতিষ্ঠানের হিসাব নিকাশ সংক্ষান্ত বিষয়ে মুখ খোলার কোন সাহস ছিল না।
দশম শ্রেনীর ছাত্রী সামিয়া আক্তার বলে যে অধ্যক্ষ স্যার মেয়েদের বর্খা পরে প্রতিষ্ঠানে আসা যাবে না, এমনকি আমার অভিভাবক হিসাবে বড় বোনকে বর্খা পরে প্রতিষ্ঠানে আসলে তাকে জঙ্গিবাদ বলতেও দ্বিধা করেননি।
দশম শ্রেনীর অপর শিক্ষার্থী সিয়াম বলে অধ্যক্ষের আচরসে আমরা আতংকে থাকতাম।
প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের সহিত একমত প্রকাশ করেন।
এই বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম তালুকদারকে মুঠোফোনে জানতে তিনি কোন মন্তব্য দিতে রাজি হননি।
Leave a Reply