নিজেস্ব প্রতিবেদক
আশুলিয়ার নরসিংহপুর সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে অত্র এলাকার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজ, সকল ১১:৩০টা সোমবার, 12আগষ্ট, আশুলিয়া থানা ইয়ারপুর ইউনিয়ন এর নরসিংহপুর সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে, লেফটেন্যান্ট কর্নেল তানভীর ও মেজর সায়েমের উপস্থিতিতে ও উদ্যোগে তাদের দায়িত্বপূর্ণ এলাকার সকল মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, আশীষ কুমার নাগ। উপস্থিত ছিলেন, ভজন কুমার দাস, সিনিয়র সহ-সভাপতি আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদ, তরুণী হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক, প্রদীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক, জহরলাল দাশ,পূজা সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপন করেন আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, সম্ভু সরকার।
এসময় বিভিন্ন মন্দির থেকে আগত মন্দির কমিটির নেত্রীবৃন্দ তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
লেফটেন্যান্ট কর্নেল তানভীর তাদের সমস্যা গুলো শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের অনুরোধে, তিনি ধারাবাহিকভাবে প্রত্যেকটি ইউনিয়নে একাধিক অনুরুপ অনুষ্ঠান করার সম্মতি জ্ঞাপন করেন
Leave a Reply