সুদর্শন চক্রবর্তী
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত ও আহত হয়েছে ৩০ জন।
বুধবার (১৭ জুলাই) বিকাল চারটার দিকে ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী বি.আর.টি.সি পরিবহনের সাথে মাদারীপুর থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী লোকাল বাস শাহ-ফরিদ (সুজন পরিবহনের) সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শাহ-ফরিদ পরিবহনের ৩ জন নিহত হন। এ দুর্ঘটনায় দুই বাসের কমপক্ষে ৩০ জন আহত হন। এ সময় প্রায় ঘন্টা খানেক অধিক সময় যান চলাচল বন্ধ থাকে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি ।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. আবু নোমান জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে সদরদী এলাকায় বি.আর.টি.সি পরিবহনের সাথে একটি লোকাল বাস (ফরিদপুর-মাদারীপুর) বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজন শাহ ফরিদ পরিবহনের। এছাড়াও বি.আর.টি.সি এর কিছু যাত্রী গুরুতর আহত রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply