,

জাতীয় সাংবাদিক সংস্থার উখিয়া পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কামাল উদ্দীন জয় উখিয়া

বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বিএসএস) এর কার্যক্রম সারাদেশেব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সকল জেলা/ উপজেলায় কমিটি গঠনের প্রেক্ষিতে উখিয়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন করা হয়েছে।

কক্সবাজার জেলা শাখার আওতাধীন উখিয়া উপজেলার, জাতীয় সাংবাদিক সংস্থার (বিএসএস’র)১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এমডি ফরিদ আলম সিকদার (জাতীয় দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ, বায়ান্ন ও সাপ্তাহিক পালংকন্ঠ ) ও সাধারণ সম্পাদক আবদু সাত্তার আজাদ( দৈনিক সমুদ্র কন্ঠ) কমিটির অন্যান্যরা যথাক্রমে, সহ সভাপতি, বাবুল মিয়া (দৈনিক হিমছড়ি) সহ-সভাপতি কামরুন্নেসা (একুশে সংবাদ) সহ সভাপতি শাহনাজ বেগম (জাতীয় অর্থনীতি ও কক্সবাজার সংবাদ)যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান (দৈনিক বাংলাদেশ সমাচার) সাংগঠনিক সম্পাদক,কামাল উদ্দিন জয়(দৈনিক জনবানী ও সময় বায়ান্ন) অর্থসম্পদ ,মোঃ ইমরান,(দৈনিক একুশের বানী)

প্রচার ও প্রকাশনা সম্পাদক, আবদু রহিম (সাপ্তাহিক সোনাইছড়ি) ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক,কফিল উদ্দিন(দৈনিক সাহসী কন্ঠ ও সাপ্তাহিক পালং কন্ঠ) ধর্মবিষয়ক সম্পাদক ,হারুনুর রশিদ (বাংলা নিউজ) তথ্য ও প্রযুক্তি সম্পাদক,আবু বক্কর সিদ্দিক (দৈনিক বিকাল বার্তা) বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ওসমান গনি (সাপ্তাহিক পালং কন্ঠ)

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, সদস্য ১ মোঃ ইসমাইল ( সাপ্তাহিক পালং কন্ঠ) সদস্য,২ মোহাম্মদ হোসেন (সাপ্তাহিক পালং কন্ঠ) এবং বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত উক্ত কমিটি অনুমোদন ঘোষণা করেন এবং সর্বসম্মতিক্রমে তাদের মনোনীত করা হয়।

(বিএসএস) এর নব নির্বাচিত কমিটির সভাপতি ফরিদ আলম সিকদার, কমিটি আত্মপ্রকাশে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে,, পাশাপাশি জাতীয় সাংবাদিক সংস্থা দেশের শক্তিশালী একটি গনমাধ্যম সংগঠন তাই সবার আন্তরিক সহযোগিতা এবং অসহায় ও নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াতে আপনিও আমাদের সাথে থাকার আহ্বান জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category