,

ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি

কোটা আন্দোলনের নামে দেশে অরাজকতার প্রতিবাদে ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) রাত ৯ ঘটিকায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের সভাপতিত্বে ফরিদপুর শহরস্থ রাজেন্দ্র কলেজের সামনে রুকসু ভবন হতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, ফরিদপুর জেলায় কোটা আন্দোলনের নামে কোন অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। কেউ যদি আন্দোলনে নামে তাহলে সেটা প্রতিহত করা হবে। ফরিদপুর জেলা ছাত্রলীগ মাঠে থাকবে।

তিনি আরও বলেন, কোটা আন্দোলন কোনো ইস্যু নয়, তাদের আলাদা কোনো ধান্দা রয়েছে। যখনই কোনো চুনোপুটি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেয়, তখনই জামায়াত, শিবির, ছাত্রদল তাদের পক্ষ নিয়ে সেই জিনিসটাকে বাতাস দিয়ে আরও আগুন বাড়িয়ে দেয়। দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের জানমাল, নিরাপত্তা, শিক্ষা ব্যবস্থার জন্য আমরা ছাত্রলীগ লড়াই সংগ্রাম করে আসছি। কিন্তু এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা একটি আন্দোলন তৈরি করছে এই জামায়াত, শিবির, ছাত্রদল কোনোদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় না, বরং তাদের ক্ষতি করে একটি ইস্যু তৈরি করে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

উক্ত সমাবেশে ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আফিফ বিন অর্ক, অমিত বিশ্বাস অর্ক, দপ্তর সম্পাদক শ্বাস্বত চক্রবর্তী অর্ঘ্য, উপ দপ্তর সম্পাদক আবিদ, অর্থ সম্পাদক ইফাদ আহমেদ সহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও শহরের বিভিন্ন ক্যাম্পাসের ছাত্ররা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category