,

আশুলিয়ায় ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

পূর্ণি ঘোষাল, সাভার

ঢাকা জেলার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ মো. হাসান আলী (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। শনিবার (১৩ জুলাই) বিকাল ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

শুক্রবার (১২ জুলাই) আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. হাসান আলী পাবনা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ায় অভিযান চালানো হয়। এ সময় হাসান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

র‍্যাব কর্মকর্তা রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি বেশ কিছুদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদকবিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category