,

ফরিদপুরে লেক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও জনসভা অনুষ্ঠিত 

সুদর্শন চক্রবর্তী ফরিদপুর

ফরিদপুর শহরের টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর টেপাখোলা লেক পারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ফরিদপুরের উদ্যোগে জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে

উন্নয়ন প্রকল্পের ভিক্তি প্রস্তর স্থাপন ও জনসভা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ.কে আজাদ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন), ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য  মিসেস ঝর্না হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, ভাইস চেয়ারম্যান ইমান আলী মোল্লা, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী ‌শহিদুল হাসান, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাইদ হোসেন, টেপাখোলা লেকপার ‌প্রকল্পের পরিচালক সাজাদ হোসেন সহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মন্ত্রী আব্দুর রহমান তার বক্তব্য বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। বিশ্বের অনেক দেশ আজ বাংলাদেশের উন্নয়নের জয়যাত্রাকে মডেল হিসেবে নিয়েছেন। আমি আজ অত্যন্ত আনন্দিত, আজকের এই অনুষ্ঠানে ফরিদপুর জেলার সকল মাননীয় সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শক্তিশালী সংগঠন গড়তে ঐক্যের কোন বিকল্প নেই। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় ফরিদপুর শহরের টেপাখোলা জরাজীর্ণ লেকপার্কটি সংস্কার হতে চলছে। টেপাখোলা লেকপার্কটি দৃষ্টিনন্দন করার নিমিত্তে সরকার ইতোমধ্যে ২০০ কোটি টাকা বরাদ্দ প্রদান করছে।

অনুষ্ঠান পরিচালনা করেন ‌সুপ্রিয়া দত্ত। এর আগে অতিথিবৃন্দ টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category