,

ফরিদপুরে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

ফরিদপুরে বাংলাদেশ যুব মহিলা লীগের উদ্যোগে ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ শনিবার বিকেলে শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর যুব মহিলা লীগের আহবায়ক রুকশানা আহমেদ মেহেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস ঝর্না হাসান, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ।

এছাড়া অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, যুব মহিলা লীগ আহ্বায়ক কমিটির সদস্য তাহমিনা আক্তার রনি, নাসরিন আক্তার প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুন নাহার, আহ্বায়ক কমিটির সদস্য ‌ বিনা পারভিন।

সভায় বক্তারা যুব মহিলা লীগের বিগত দিনের কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে পরবর্তীতে কেক কাটা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠিত হয় এতে যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category