,

ঈদগাঁওতে ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটি অনুমোদন 

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।

‘পুলিশই জনতা এবং জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্যে অপরাধ দমন ও উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন সমস্যা সমাধানে পুলিশ এবং এলাকার জনগণের পারস্পরিক সহযোগিতা ও যৌথ অংশিদারীত্বের ভিত্তিতে সমস্যা ও তার কারণ চিহ্নিত করণে নতুন এ কমিটি ঘোষণা করা হয়েছে।
ঈদগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জামিল উদ্দিন শাম এবং সাধারণ সম্পাদক ছৈয়দ আলী’র স্বাক্ষরে  ২১ সদস্যের এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে সভাপতি করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরীকে এবং সাধারন সম্পাদক করা হয়েছে মো. মনজুর আলমকে।

কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন  মোলভী মোঃ জাকারিয়া (সিনিয়র সহ সভাপতি), নূরুল আলম (কালা সোনা) (সহ সভাপতি), পরিতোষ পাল (সহ-সভাপতি), আবদু রহিম (সহ- সভাপতি), আবুল কালাম (যুগ্ম সাঃ সম্পাদক), মাস্টার বিজয় রুদ্র (যুগ্ম সাঃ সম্পাদক), শিমুল চৌধুরী (যুগ্ম সাঃসম্পাদক), হামিদুর রহমান (কোষাধক্ষ্য), মিল্টন চৌধুরী (সাংগঠনিক সম্পাদক), জসিম উদ্দীন (দপ্তর সম্পাদক), আবছার আহমদ (প্রচার সম্পাদক), সেতেরা বেগম (মহিলা বিষয়ক সম্পাদক), সুভাস দাস (সিনিয়ার সদস্য)। সদস্যরা হলেন যথাক্রমে শফি আলম (রবি), অলক পাল, জিয়াউল হক, নজির আহমদ, পিটার দাস, শামশুল আলম।

ইউনিয়ন সভাপতি জামিল উদ্দিন শাম বলেন, পুলিশের কার্যক্রমকে এগিয়ে নিতে কমিউনিটি পুলিশিংয়ের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সকলকে মাদক ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category