সুদর্শন চক্রবর্ত্তী, ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এই ঘটনায় যাত্রীবাহী বাসের আরও ১৫ জন আহত হয়। আজ শুক্রবার (৫ জুলাই) দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কে পুকুরিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক ও অন্য একজন মারা যায়। এ ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতলে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গোল্ডেন লাইন পরিবহনের বাসটি পিকআপটিকে চাপা দিলে বাসটি খাঁদে পড়ে যায়। উদ্ধার তৎপরতায় চলাকালীন প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। হতাহতদের উদ্ধারে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম জানান, বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভার নিহত হয়েছেন। আরেকজন ছিটকে বাইরে মৃত্যু হওয়ায় তিনি পিকআপের যাত্রী কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আশঙ্কা করছি দুইজনই পিকআপের ড্রাইভার এবং হেলপার হবে। এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি।
Leave a Reply