প্রসেনজিৎ বিশ্বাস ফরিদপুর প্রতিনিধি
মশা মাছি হাত থেকে রক্ষা পেতে রোপন করুন লেমন ঘাস
মশা থেকে মুক্ত থাকার আরেক উপায় লেমন ঘাস
সামাজিক বন বিভাগ ও ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৩৫ টি স্টলে ,১৫ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে।এ মেলায় রয়েছে ফলজ, বনজ, ঔষধি গাছ সহ বিভিন্ন সমাহার যা ছিল চোখে পড়ার মত।
গ্রাম-শহর কোথাও নেই নিস্তার।গরম আবহাওয়ার সঙ্গে বেড়েই চলেছে মশাদের উৎপাত। মশার রোগজীবাণু সংক্রমণের কারণে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ভয়াবহ মৃত্যুর হারও থামানো যাচ্ছে না। চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, পীত জ্বর, জিকা ভাইরাস প্রভৃতি মারাত্মক রোগও সংক্রমিত হচ্ছে। মশাদের উৎপাতের কারণে ঘরে টেকা দায় হয়ে পড়েছে। স্প্রে, কয়েল, অ্যারোসল কোন কিছুতেই মশা তাড়ানো সহজ নয়। আবার এসব দিয়ে মশা তাড়ালেও আমাদের স্বাস্থ্য এতে চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়।
এ মেলায় মিরান নার্সারিতে পাওয়া যাচ্ছে লেমন ঘাস।যার প্রতি টব দাম নিচ্ছে একশো টাকা।থাই লেমন গ্রাসে আছে ‘সাইট্রোনেলা অয়েল’ যা থেকে বের হয় একধরনের শক্তিশালী সুগন্ধ। এই সুগন্ধ কিন্তু মশাদের যম। মশারা এর কাছেও ঘেঁষে না। ফলে আপনার আশেপাশে লেমন গ্রাসের ঝাঁড় থাকলে মশারা আপনাকে খুঁজে পাবে না। আর লেমন গ্রাস দেখতেও কিন্তু মন্দ নয়। এমনসব স্থানে এসব গাছের টব রাখুন যেখানে সকাল বিকাল কিংবা রাতে পরিবারের অন্যদের নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা বা সময় কাটান। এভাবে থাকুন মশা মুক্ত।
Leave a Reply