,

মধুপুরে ৪ টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

শুভ চৌহান মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে ৪ টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
টাঙ্গাইলের মধুপুরে সুষ্ঠু-সুন্দর পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। টাঙ্গাইলের মধুপুরে এবছর মোট ১৩৪৫ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষা হলে উপস্থিত ছিল ১৩৩৮ জন। এর মধ্যে ছাত্র ৬৭২ জন,ছাত্রী ৬৬৬ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৭ জন। এর মধ্যে ছাত্র ৩ জন ছাত্রী ৪ জন এ নিয়ে মোট ৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহি উদ্দিন আহমাদ।
এবছর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে মোট ১৩৪৫ জন ছাত্র ছাত্রী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ গ্রহন করে মোট ১৩৪৮ জন।
উপজেলার মোট ৪ টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার কেন্দ্র গুলো হল মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মধুপুর সরকারি কলেজ, মধুপুর বহুমুখী মডেল টেকনিকেল ইনস্টিটিউট, মধুপুর আদর্শ ইসলামিয়া ফাযিল মাদরাসা।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র গুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন,মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, ও সহকারী কমিশনার ভুমি রিফাত আনজুম পিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category