,

মণিরামপুরে তৃতীয় লিঙ্গের নারীকে কুপিয়ে হত্যা 

আব্দুল্লাহ আল মামুন যশোর
যশোর মণিরামপুরে মঙ্গলি খাতুন পলি (৩৩) নামে তৃতীয় লিঙ্গের এক নারীকে নিজ ঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা মোড়লপাড়ায় এই ঘটনাটি ঘটেছে। সরকারের জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে ঘটনাস্থলে যায় মণিরামপুর থানা পুলিশ।  নিহতের ঘাড়, হাত ও কোমরে একাধিক কোপের ক্ষত চিহ্ন রয়েছে।
মণিরামপুর থানা ইনচার্জ  (ওসি) এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পলি মাছনা ইউনিয়নের ঘুঘুদাহ গ্রামের আব্দুল খালেক গাজীর মেয়ে।পুলিশ ও স্থানীয়রা জানায়  কয়েক বছর আগে বাবার বাড়ি থেকে বেরিয়ে এসে মাছনা গ্রামের  মোড়লপাড়ায় জমি কিনে বাড়ি করে বসবাস করতেন পলি। অন্য হিজড়াদের সঙ্গে দল বেঁধে গ্রাম ঘুরে জীবন চলতো তাঁর।বিশেষ করে প্রতিনিয়ত মণিরামপুর মাছ বাজারে ঘুরাঘুরি করতে দেখা যেতো পলি কে।
পলির বাড়ি প্রাচীর ঘেরা হওয়ায় আশপাশের লোকজনের ওই বাড়িতে যাতায়াত ছিল কম।
পুলিশ আরো জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পরে বাড়ি ঢুকে বারান্দায় মশারি দিয়ে ঘুমিয়ে পড়েন পলি। এরপর সকাল গড়িয়ে আবার সন্ধ্যা নামলেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দেন। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে  পলির রক্তাক্ত মরাদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা পলিকে হত্যা করে ঘরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ছাদের দরজা দিয়ে পালিয়েছে।এদিকে তৃতীয় লিঙ্গের পলির রহস্য জনক মৃত্যুর খবর শুনে হিজড়াদের গুরু মা নিপা ও যশোরের গুরু মা সহ একাধিক হিজড়া-রা
মণিরামপুর থানায় এসে নিহত পলির হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়ে।
গুরু মা নিপা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের কাছে   হত্যার বিচার দাবি করেন।
মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন,নিহত তৃতীয় লিঙ্গের পলির  মরদেহ  মর্গে পাঠানো হয়েছে।পুলিশের একাধিক টিম হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করছে।
ঘটনার সাথে  জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category