,

চৌফলদন্ডীতে বিস্ফোরকসহ জঙ্গি সংগঠনের ৩ সদস্য আটক

ঈদগাঁও কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চৌফলদন্ডী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে পুস্তিকা, লিফলেট ও বিস্ফোরক তৈরীর ম্যানুয়াল উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন জামালপুরের ইসলামপুরের মোঃ জাকারিয়া মন্ডল, ভোলার বোরহান উদ্দিনের মোঃ নিয়ামত উল্লাহ ও ফেনীর সোনাগাজীর মোঃ ওজায়ের।

আজ শুক্রবার দুপুরে র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গত রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১৫ এবং র‍্যাব-৭ এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জ*ঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর এ তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, আনসার আল ইসলাম মতাদর্শী ‘আস-শাহাদাত’ নামে নতুন একটি জঙ্গি গ্রুপ তৈরি করে নতুন সদস্য সংগ্রহসহ দাওয়াতী কার্যক্রম পরিচালনা করে আসছে। এ গ্রুপটি পার্শ্ববর্তী একটি দেশ হতে পরিচালিত হচ্ছে এবং এ সংগঠনের সদস্য সংখ্যা আনুমানিক ৮৫ থেকে ১০০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category