তনুশ্রী গুহ পশ্চিমবঙ্গ
সংবাদমাধ্যম, যা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। বর্তমান সময় ডিজিটাল মিডিয়ার যুগে নিউজপেপার, টিভি চ্যানেলের পাশাপাশি নিউজ পোর্টালের গুরুত্বও যে রয়েছে তা নিয়ে সন্দেহ নেই। সংবাদমাধ্যমের সাথে যারা যুক্ত তারা কেউ বিভিন্ন মাধ্যমে যেমন খবর সংগ্রহ করে তেমনি কেউ নানান মাত্রায় খবর পরিবেশন করে। সাংবাদিকদের বাক্-স্বাধীনতার প্রয়োজন অবশ্যই রয়েছে এবং যখন কোনো সংবাদমাধ্যমের কর্মী উপযুক্ত কোনো বিষয়ের প্রতি ন্যায়বিচার নিয়ে কোনো বিষয়কে তুলে ধরে তখন সে ক্ষেত্রে তার বাক্-স্বাধীনতা অবশ্যই প্রযোজ্য হয়ে ওঠে বিশেষ করে সেসব বিষয়ের ক্ষেত্রে। গ্রাসরুট লেবেল থেকে নানান বিষয় নিয়ে সাংবাদিকতার কাজ করার সাংবাদিকরা সমাজের সবরকম শ্রেণীর মানুষের নানান বিষয় নিয়ে যেমন কাজ করে তেমনি অনেক ক্ষেত্রেই তাদের কাছে তাদের আত্মসম্মানের জায়গাটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যতটা আর অন্যান্য পেশার মানুষদের থাকে, তা হোক কোনো আধিকারিক, বা হোক কোনো ব্যবসায়ী বা হোক কোনো অন্য পেশার ব্যক্তিত্ব। আর বহু সময়ই সাংবাদিকদেরকে বহু ঘটনারও বিশেষ সাক্ষী থাকতে হয়। আর বর্তমানে নিউজপেপার, টিভি চ্যানেলের মতো পোর্টাল বা ডিজিটাল মিডিয়ারও বিশেষ গুরুত্ব রয়েছে এবং বহু ডিজিটাল মিডিয়া বহু সময় এমন কিছু তথ্য দিয়ে থাকে যা অনেকক্ষেত্রেই এক আলাদা রূপ হিসেবে হয়ে ওঠে।
Leave a Reply