,

নগরকান্দায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজার নিহত- ১

স্বাধীন পরিবহনের সুপারভাইজার নিহত

প্রসেনজিৎ বিশ্বাস নগরকান্দা ফরিদপুর

ঢাকা – খুলনা বিশ্বরোডের নগরকান্দা উপজেলার গজারিয়া মোড়ের পাশে ঢাকা থেকে মুকসুদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস স্বাধীন পরিবহন  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়।

বুধবার (২৬ )জুন সকাল ১০ টায় দুর্ঘটনায় বাসে থাকা যাত্রীরা আহত হয় এবং বাসের সুপারভাইজার  ঘটনাস্থলে মারা যান।নিহতের নাম মো. রাজন ব্যাপারী (৩০)। তিনি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার দক্ষিণ বড় পাউলদিয়া গ্রামের মো. নুরুল হক ব্যাপারী ছেলে। রাজন ওই বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে পুলিশ,নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধারসহ আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন।

নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে যাত্রী নিয়ে স্বাধীন পরিবহনের একটি বাস মুকসুদপুর যাচ্ছিল।

পথে গজারিয়া এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। নগরকান্দা ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত বাসের আহত যাত্রীদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আর নিহতের লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ হেল বাকী বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category