,

সালথা প্রেসক্লাবকে আধুনিক করার ঘোষণা দিলেন : উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

শপথগ্রহনের পর ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরের সাথে কর্মরত সাংবাদিকদের মত বিনিময়কালে একথা বলেন। বুধবার (২৬ জুন) বিকেলে উপজেলা চেয়ারম্যানের নিজ কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা, সহ-সভাপতি হারুন অর রশিদ, রেজাউল করিম, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক এফ এম জাহাঙ্গীর আলম শাহজাহান, মজিবুর রহমান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মারুফ, দপ্তর সম্পাদক জাকির হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, কার্যকরী সদস্য এম কিউ হুসাইন বুলবুল,মোশারফ মিয়া, আরিফুল ইসলাম, সদস্য লিয়াকত আলী, মোশারফ হোসেন, বিধান মন্ডল,শরিফুল হাসান, আকাশ সাহা প্রমুখ।

এসময় এলাকার উন্নয়নের ধারা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category