ফুলপুর প্রতিনিধি
বেপরোয়া গতি নাকী পিচ্ছিল রাস্ত কিসের জন্য হচ্ছে সড়ক দূঘটনা। ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এইবার ঈদ-উল-আযহাই বেড়েছে সড়ক দুর্ঘটনা।একই স্থানে গত বুধবার ঘন্টা কয়েক ব্যবধানে ৫ টি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে র্দূঘটনার শিকার হয় শেরপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে। এতে হতাহত না হলেও হচ্ছে ক্ষয়ক্ষতি।
স্থানীয়রা বলছেন, শেরপুর মহাসড়কের এই স্থানটি র্দূঘটনা প্রবল অঞ্চল যার ফলে অতিরিক্ত গতি এবং প্রতিযোগিতা মূলক বেপরোয়া হয়ে গাড়ি চালানোর ফলেই হচ্ছে এইসব দূর্ঘটনা গুলো।
অন্যদিকে চালকরা বলছেন,অতিরিক্ত বৃষ্টিপাত হওয়াই রাস্তাটি পিচ্ছিল হয়েই ঘটছে দূর্ঘটনা গুলো। তারা আরোও বলছেন রাস্তাটিতে বড় বাসের প্রতিযোগিতার গতি নিয়ে চলাচলের কারণে তাদের সাইড দিতে গিয়ে গাড়ি ধীর করতে গিয়েই রাস্তায় চাকা স্লিপ করেই হচ্ছে দূঘটনা গুলো।
ফুলপুর থানা অফিসার ইনচার্য(ওসি) মাহাবুবুর রহমান বলেন অতিরিক্ত গতি আর রাস্তা পিচ্ছিল হওয়ার কারণেই দূর্ঘটনা গুলো হচ্ছে।
Leave a Reply