,

oplus_2

পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা চিনাবাদাম-১০ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ  দিবস  পালিত

গোপালগঞ্জে আজ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা চিনাবাদাম-১০ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ  দিবস  পালিত হয়েছে ।
আজ সকাল ১০টায়  গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার গ্রামে রাজস্ব অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা গোপালগঞ্জ উপকেন্দ্র এ মাঠ দিবসের আয়োজন করে।
এতে ভাচ্যুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য  রাখেন বিনা’র মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনা’র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও গবেষণা সমন্বয়ক ড.মোঃ সিদ্দিকুর রহমান ও  গোপালগঞ্জ বিএডিসির উপ-পরিচালক সঞ্জয় কুমার দেবনাথ।
বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো কামরুজ্জামানের সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারীর সঞ্চালনায় রিসোর্স পার্সন ছিলেন বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম আকন্দ। অন্যান্যের মধ্যে বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের  ফার্ম ম্যানেজার আলমগীর কবির, কৃষক সাইফুল আলম খান প্রমূখ বক্তব্য রাখেন।
মাঠ দিবসে মানিকহার গ্রামের শতাধিক কৃষক ও কৃষাণী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category