শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার প্রায় ৪০ লক্ষ পোশাক শ্রমিক ছাড়ছে এই ব্যস্ত নগরি ঢাকা। সকাল থেকেই বিভিন্ন বাসস্টান্ডে ভিড় জমাচ্ছে নাড়ীর টানে বাড়ি ফেরা সকল শ্রেণী পেশার মানুষ।
পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জীবনের ঝুঁকি নিয়েই ঢাকা ছাড়ছে সকল শ্রেণী পেশার মানুষ।
বাইপেল সহ বেশ কিছু ওভার ব্রিজে টানিয়ে দিয়েছে সরকারি ভাড়ার চার্ট সরকার নির্ধারিত ভাড়া বেশি আদায় করলেই আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।
সরকার নির্ধারিত ভাড়ার চাটের তালিকা ঢাকা -সিরাজগঞ্জ (৩৭২) ঢাকা-বগুড়া (৫৫৮)ঢাকা-নাটোর (৫৯৩)ঢাকা-পাবনা(৬৪৬)ঢাকা-নওগাঁ(৭০০)ঢাকা- রাজশাহী (৭১২)ঢাকা-জয়পুরহাট(৭১২)ঢাকা -রংপুর (৮৭৯)ঢাকা-দিনাজপুর (৯৪০) টাকা নির্ধারিত করেছে সরকার।
এখনো রোডে নেই তেমন যানজট কিন্তু আগামীকাল থেকেই হতে পারে রাস্তায় যানজট যানজট যেন না হয় সে জন্য ঢাকা জেলা উত্তর ট্রাফিক সর্বাধিক রোড যানজট মুক্ত রাখার চেষ্টা করছে।
Leave a Reply