,

‘তাজউদ্দীন আহমদের জীবনী থেকে দেশপ্রেম শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে’

শনিবার (৮ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ অডিটোরিয়ামে তরুণ লেখিকা নাসরিন জেবিনের রচিত ‘ছোটদের তাজউদ্দীন আহমদ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)। এ সময় প্রতিমন্ত্রী বলেন, এই বইটি আমাদের শিশু-কিশোরদের মধ্যে দেশপ্রেম, প্রকৃতিপ্রেম, সততা, কমলতা এবং সহানুভূতি শিক্ষা জ্বালিয়ে তুলতে সহায়তা করবে।

মূলত বইটিতে তাজউদ্দীন আহমেদকে সহজ সাবলীলভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, যাতে করে শিশু-কিশোর ও তরুণেরা এই তেজদীপ্ত ও বুদ্ধিমান মানুষটি সম্পর্কে আরো বেশি জানতে আগ্রহী হয়। প্রতিমন্ত্রী বলেন, তাজউদ্দীন আহমেদ ছিলেন একজন সৎ মানুষ এবং আদর্শ নেতা। ছোটবেলা থেকে তিনি নিজেকে তিলে তিলে এমনভাবে বড় করেছেন যেন যখন দেশের প্রয়োজন হবে তখন সর্বোচ্চ উজাড় করে দিতে পারা যায়। দেশের স্বার্থে তিনি কখনোই কোনো কিছুর সাথে আপোষ করেননি।

প্রতিমন্ত্রী স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তাজউদ্দীন আহমেদ বলতেন ‘ভালো নেতা হতে গেলে আগে ভালো মানুষ হতে হবে।’
প্রতিমন্ত্রী বলেন, তাজউদ্দীন আহমদ কখনো নিজের প্রশংসা শুনতে পছন্দ করতেন না। তিনি আত্মসমালোচনায় বিশ্বাসী ছিলেন। নিজের সমালোচনা তিনি নিজেই করতেন। তিনি নিজেই নিজের প্রতিযোগী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category